চলতি ২০২৪–২৫ অর্থবছরের সাড়ে ১০ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রায় ২৫ বিলিয়ন বা আড়াই হাজার কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা গেছে, এর আগে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০–২১ অর্থবছরে। সেবার প্রবাসীরা পাঠান ২ হাজার ৪৭৭ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে সময়কালে আসা রেমিটেন্সকে এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয় ধরা হচ্ছে। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ২০২৪–২৫ অর্থবছরের ১১ মে পর্যন্ত ২৫ দশমিক ৪৬ বিলিয়ন (২৫৪৬ কোটি) ডলার রেমিটেন্স এসেছে। আগের অর্থবছরের ১১ মে পর্যন্ত রেমিটেন্স আসে ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। সে হিসাবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ৭০ শতাংশ।
রেমিটেন্স বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। ডলারের দামও ‘স্থিতিশীল’। এসব কারণে গত নয় মাস ধরে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।