বছরে নয়, এইচ-১বি ভিসার নতুন ফি এককালীন দিতে হবে আবেদনে : হোয়াইট হাউস

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

দক্ষ কর্মীদের ক্ষেত্রে এইচ১বি ভিসা পেতে মার্কিন প্রশাসন কোম্পানিগুলোর জন্য যে নতুন এক লাখ ডলার ফি ধার্য করেছে তা কেবল আবেদনের সময় দিতে হবে এবং বিদ্যমান বৈধ ভিসাধারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর বিডিনিউজের।

রোববার থেকে এইচ১বি ভিসায় এই নতুন এক লাখ ডলার ফি কার্যকর হতে যাচ্ছে। এটা বাৎসরিক ফি নয়। এটা এককালীন, যা কেবল আবেদনের সময় প্রযোজ্য হবে, শনিবার এক্সে এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্য কোনো দেশ থেকে দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে নিতে কোম্পানিগুলোকেই এ ভিসার আবেদন করতে হয়। এখন যাদের এইচ১বি ভিসা আছে এবং যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করছেন, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ওই ১ লাখ ডলার ফি দিতে হবে না, বলেছেন লেভিট।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.৮১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঅভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে ডাচ পুলিশের সংঘর্ষ