বছরের সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বছরের সর্বনিম্ন লেনদেন দেখল দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বৃহস্পতিবার এ পুঁজিবাজারে শেয়ার হাতবদল হয় ২৫৩ কোটি ৫৪ লাখ টাকার। এদিন প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে। আগের দিন ছিল ৪ হাজার ৮০১ পয়েন্ট। খবর বিডিনিউজের।

চলতি বছরের মধ্যে সর্বনিম্ন সূচক ছিল সোমবার, ৪ হাজার ৭৭৬ পয়েন্ট। এর আগে চলতি বছর সর্বনিম্ন শেয়ার লেনদেন হয় গত ১৭ মে। সেদিন হাতবদল হওয়া শেয়ারের মূল্য ছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকা। আগের দিন বুধবার লেনদেন হয় ৩২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। এর আগে টানা ছয় দিন তিনশ কোটি টাকার নিচে লেনদেন হয় ডিএসইতে। গত ১৪ মে ডিএসই লেনদেন এ বছরে প্রথমবার ৩০০ কোটি টাকর নিচে নেমে হয় ২৯৪ কোটি ১৭ লাখ টাকা।

৬ মে একদিনে দেড়শ পয়েন্ট হারিয়েছিল সূচক। পরের দুই দিনে ১১৯ পয়েন্ট ফিরে পেলেও তারপর ফের পতন শুরু হয়। সেই পতনের রেশ এখনো কাটাতে পারেনি বাজার।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে হোটেল থেকে ৩০ নারী-পুরুষ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় যুবকের আত্মহত্যা