ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি নগরীতে বছরের শেষ দিনে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিসক শনিবার তার টেলিগ্রাম চ্যানলে নগরীর বাসিন্দাদের শেল্টারের ভেতর আশ্রয় নেওয়ার অনুরোধ জানান। বলেন, নগরীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ হয়েছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অন্তত একজন নিহত হওয়ার খবর দিয়েছেন বলে জানায় বিবিসি। এর মাত্র দুই দিন আগে রাশিয়া ইউক্রেন জুড়ে আকাশ থেকে ব্যাপক হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এত বৃহৎ আকারে আকাশ হামলা আর দেখা যায়নি। খবর বিডিনিউজের।
শুক্রবার রাতভর ইরানের তৈরি ১৬টি ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে বলে জানায় বিবিসি। সেগুলোর মধ্যে সাতটি রাজধানী কিইভে বিস্ফোরিত হয়েছে বলে জানান ইউক্রেনের কর্মকর্তারা। রাশিয়ার পাঠানো ড্রোনের সবগুলোই ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তারা। পশ্চিমের নগরী খমেলনিৎস্কিকে একটি ড্রোন হামলায় দুইজন আহত হয়েছেন। তার আগের দিন বৃহস্পতিবারও ইউক্রেনজুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা এখন ইউক্রেনে বিদ্যুৎ ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চলাচ্ছে। যাতে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সেনাদের রসদ সরবাহ এবং সরঞ্জাম মেরামতের সক্ষমতা হারিয়ে ফেলে। শনিবারের হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনীয়দের নতুন বছরকে স্বাগত জানানোর উদযাপন অন্ধকারে ঢেকে দিতে রাশিয়া আরো বড় ধরণের হামলা চালাতে পারে।
কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেঙি কুলেবা টেলিগ্রামের লেখেন, সন্ত্রাসী দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। তবে আমরা ধৈর্য ধরে থাকব।