বছরের শুরু থেকেই বাড়বে শীত

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

আসছে বছরের প্রথম দিন থেকেই শীত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পৌষের এই শীতে রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

গতকাল শনিবার তিনি বলেন, জানুয়ারির প্রথম দিনই তাপমাত্রা কমে শীত বাড়বে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে রংপুর বিভাগের দুইএক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবর বিডিনিউজের।

গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর এবং রাজশাহী বিভাগের দুএক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে; তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শ্বৈত্যপ্রবাহ। গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়; সেখানে পারদ নেমেছে ৯ দশমিক ৩ ডিগ্রিতে। এছাড়া এই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন ১০ দশমিক ৮, দিনাজপুরে ১১ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর ঘাটের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধউখিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ