পটিয়ার সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষা ব্যবস্থার পরিকল্পিত যে উন্নয়ন শেখ হাসিনার আমলে হয়েছে তা অতীতে কোন সরকার করতে পারেনি। বিশেষ করে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নজির স্থাপন করেছেন সরকার। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার অবদান দেশের মানুষের কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি গত শনিবার পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব–নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা ইয়াসমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনী, পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, কাউন্সিলর গোফরান রানা, আ.লীগ নেতা মোজাহেরুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. শাহজাহান চৌধুরী, আসহাব উদ্দিন সিরাজী, শিরীন শায়লা বানু, শাকিলা সুলতানা, জসিম উদ্দিন, হালিমা সাদিয়া, জান্নাতুল ফেরদৌস, ফজলুল হক আল্লাই, রশীদ এনাম, শেখ বেলাল, মোহাম্মদ সোহেল, রবিউল হোসেন খোকন, গাজী গিয়াস উদ্দিন, ইকবালুর রহমান ওপেল, শিক্ষক নাহিদা সুলতানা, মো. নেজাম উদ্দিন, শাকিলা সুলতানা, আফরোজা সিদ্দিকা, তৈয়বা খানম, অশোক দে, জেসমিন আরা আফরোজ, শিরিন আকতার প্রমুখ। শেষে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।












