বছরের প্রথম হারভেস্ট মুন দেখা যাবে আজ

আজাদী ডেস্ক | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চলতি বছরের প্রথম ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ শনিবার। এদিন আকাশে উজ্জ্বল পূর্ণ চাঁদ দেখা যাবে। মূলত প্রতিবছর সেপ্টেম্বরের ৯ থেকে ১১ তারিখের মধ্যে এ চাঁদের পূর্ণরূপ দেখা যায়। বাংলাদেশ সময় বিকেল ৪টায় চাঁদের এ অবস্থা দেখা যাবে।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম লাইভ সায়েন্স। প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার থেকেই চাঁদকে তুলনামূলক বড় ও ১৬ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। কাল রোববার পর্যন্ত চাঁদকে তার পূর্ণ দশায় দেখা যাবে। ১৭০৬ সালে পুরোনো ইউরোপিয়ান নামের ভিত্তিতে চাঁদের এই দশার নাম রাখে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সাধারণত প্রতি মাসে প্রায় একবার আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একটি অদৃশ্য ১৮০ ডিগ্রি লাইনে সারিবদ্ধ হয়।
এ সময় হারভেস্ট মুন উত্তর গোলার্ধে বিষুব রেখায় অবস্থান করে। এটি বিষুবীয় অঞ্চলের সবচেয়ে নিকটতম পূর্ণিমা। এদিন উত্তর গোলার্ধের অনেক দেশের কৃষক গভীর রাত পর্যন্ত ফসল কাটেন। তাই এ দিনকে ঐতিহাসিক পূর্ণিমা বলেও আখ্যায়িত করা হয়। বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ছুটির দিনের সঙ্গে প্রায়ই হারভেস্ট মুন মিলে যায়। সাধারণত এ সময় চীনসহ এশিয়ার কয়েকটি দেশে মধ্য-শরৎ উৎসব পালিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধ২শ কিমি পাইপ লাইন পাইলিংয়ের কাজ চলতি মাসে শুরু