বছরের প্রথম দিন শুরু হচ্ছে না প্রাথমিক শিক্ষকদের বদলি

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম নতুন বছরের প্রথম দিন থেকে শুরুর কথা থাকলেও আগামী ১০ জানুয়ারির আগে তা সম্ভব হচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক আলেয়া ফেরদৌসী শিখা বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ জানুয়ারি (আজ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা বা আন্তঃথানা বদলি কার্যক্রম শুরু করতে বলা হয়েছিল। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। সফটওয়্যার আপগ্রেডেশনের বিষয় আছে, টেস্ট রানেরও একটা বিষয় আছে। এছাড়া যাচাইবাছাই ও পর্যালোচনার কারণে ১ জানুয়ারি বদলি শুরু করা যাচ্ছে না। আশা করছি ১০ জানুয়ারির পর শুরু করা যাবে। খবর বিডিনিউজের। গত ২৬ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে আজ থেকে বদলি কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছিল।

২০২৪ সালের ৩১ মে প্রকাশিত বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি২০২৩ অনুসারে, দেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন শিক্ষক কর্মরত আছেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকের সব স্থাপনায় অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে তিন ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা