জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাখাতসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় এখন বাংলাদেশ। যা বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে বিশ্বে ইতিহাস গড়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, সৈয়দ নুরুল আবছার, সৈয়দ মোরশেদ উল্লাহ, উজ্জ্বল বড়ুয়া চন্দন, লায়ন ইউনুস তালুকদার, মফিজুর রহমান, আইয়ুব চৌধুরী, কাজী কামাল, আবুল কালাম, হাসান উল্লাহ চৌধুরী, দিদারুল আলম, এএইচ নোমান, মোজাহেরুল হক চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, আফরোজা বেগম, নুরুল হক চৌধুরী মেম্বার, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, বখতিয়ার চৌধুরী, ফিরোজ চৌধুরী, আবুল ফজল হক, আবু রায়হান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন জসিম উদ্দিন খাঁন।












