বছরের প্রথম দিনেই মাহতিমের গান

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নতুন বছরের প্রথম দিনেই প্রকাশ হচ্ছে মাহতিম সাকিবের নতুন গান। নাম ‘একটাই পরিচয়’। গানে মাহতিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমু। লিখেছেন এন আই বুলবুল। মো. তামিম ইসলামের সুরে এটির সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি। গানটির ভিডিও পরিচালনা করেছেন খালেদ সাইফুল্লাহ। এটি শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে গতকাল ১ জানুয়ারি সন্ধ্য ৭ টায় প্রকাশ হয়েছে। নতুন গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, গানটি আমার সঙ্গে ইমু দ্বৈত গেয়েছেন। নতুন হলেও তিনি অনেক ভালো করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশামীমের লড়াকু ৮১ রান সত্ত্বেও ঢাকা হারল সিলেটের কাছে
পরবর্তী নিবন্ধজয়া এবার ভয়াবহ এক চিকিৎসকের ভূমিকায়