নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রামে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে শনিবারও (৩১ ডিসেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
রবিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৬টি ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।