বছরের পর বছর এভাবেই পড়ে আছে অকেজো গাড়িগুলো

সিআরবি ভবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

দৃষ্টি নন্দন সিআরবি ভবনের সামনে-পিছনে বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রেলওয়ের লাখ লাখ টাকার গাড়ি। বছরের পর বছর রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না থাকায় আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে পড়েছে মূল্যবান অর্ধশতাধিক গাড়ি। বছরের পর বছর এভাবে গাড়িগুলো পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো খেয়ালই নেই।
গতকাল সরেজমিনে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর-সিআরবিতে গিয়ে দেখা যায়, সিআরবি ভবনের পূর্ব পাশের সারিবদ্ধভাবে দাঁড়ানো বেশ কিছু পরিত্যাক্ত গাড়ি পড়ে আছে। সিআরবি ভবনের প্রবেশ গেইটের মুখেও একইভাবে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে আরো কিছু গাড়ি। ভবনের একেবারে উত্তর পাশে গাছের নিচে অনেকটা ড্রাম্পিং অবস্থায় পড়ে আছে প্রায় ৩০টিরও বেশি গাড়ি। এসব গাড়ির কাছাকাছি গিয়ে দেখা যায়, গাড়ির উপরের কাঠামো থাকলেও ইঞ্জিন থেকে শুরু করে মূল্যবান কোন যন্ত্রপাতি নেই। সব খোয়া গেছে।
এই ব্যাপারে সিআরবি ভবনের নিরাপত্তার কাছে নিয়োজিত আরএনবির সদস্যদের কাছে জানতে চাইলে তারা জানান, এই গাড়িগুলো আমরা এভাবেই পড়ে থাকতে দেখছি বছরের পর বছর। ঝড়-বৃষ্টি আর ধুলো-বালিতে এগুলো এখন একেবারেই পরিত্যক্ত হয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবার টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, যুক্ত হচ্ছে ছোলাও
পরবর্তী নিবন্ধহালিশহরে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে আদালতের নিষেধাজ্ঞা