বঙ্গোপসাগর থেকে ৩১ জেলেসহ দুটি ভারতীয় ট্রলার আটক

| বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের গভীরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষাসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে মাছ ধরায় ২২ দিনের চলমান নিষেধাজ্ঞার মধ্যে গত সোমবার ট্রলার দুটি আটক করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় পায়রা বন্দরের জেটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান বানৌজা শহিদ আখতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট মো. মোসিউল ইসলাম। খবর বিডিনিউজের।

তিনি বলেন, সোমবার বঙ্গোপসাগরের গভীরে ‘অপারেশন নির্মূল’ এর নিয়মিত প্যাট্রোলিং চলার সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আখতার উদ্দিনের রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি ধরা পড়ে। তথ্য বিশ্লেষণ করে ট্রলার দুটিকে বিদেশি পতাকাবাহী হিসেবে শনাক্ত করা হয়। এ সময় ফিশিং ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া করে সেগুলো বাংলাদেশের জলসীমার ভেতরেই আটক করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩০০ ছাত্র-ছাত্রীর চিত্র প্রদর্শনী ২৪ ও ২৫ অক্টোবর
পরবর্তী নিবন্ধইদ্রিস মিয়া বাবুল