বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া আনোয়ারার ১৩ জন মাঝিমাল্লার ৫ দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। গত বুধবার রাত ৮টার পর আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের সরেঙ্গা ঘাট থেকে ট্রলারে করে ১৩ জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে তাদের মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ট্রলার মালিক মো. নিজাম উদ্দিন জানায়, গত বুধবার রাতে মাছ ধরার জন্য ১৩ মাঝিমাল্লা নিয়ে মা জননী নামে ফিশিং ট্রলারটি সারেঙ্গা থেকে রওনা হয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার কথা ছিল। কিন্তু গত ৫ দিনে তাদের সাথে আমার মোবাইল ফোনে কথা হচ্ছে না। মাঝিকে দুই বার ফোনে পেয়েছিলাম, কিন্তু কথা বলে কিছু বুঝে উঠার আগেই ফোন কেটে গেছে। বার বার চেষ্টা করেও তাদের আর ফোনে পাচ্ছি না। তাই তাদের সন্ধ্যান পেতে গত দুই দিনে আরো দুইটি ট্রলার সাগরে পাঠিয়েছি। আমি তাদের নিয়ে দুচিন্তায় পড়েছি। বিষয়টি আমরা নৌ–পুলিশকে অবিহিত করেছি।
এ বিষয়ে নৌ–পুলিশের কর্তব্যরত মো. ফারুক জানান, ১৩ মাঝিমাল্লা নিয়ে নিখোঁজ ফিশিং ট্রলারের বিষয়ে আমরা অনুসন্ধান করে যাচ্ছি। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।