বঙ্গোপসাগরে ১৩ জন মাঝিমাল্লা পাঁচদিন ধরে নিখোঁজ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ২:১৯ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে ১৩ জন মাঝিমাল্লা ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। গত বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের সরেঙ্গা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্য ট্রলারে করে ১৩জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়।

জানা যায়, গত বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সরেঙ্গা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্য ট্রলারটি বঙ্গোপসাগরে রওনা হয়। এরপর থেকে তাদের কোন সন্ধান পাচ্ছে না ট্রলারের মালিক মোঃ নিজাম উদ্দিন।

ট্রলার মালিক মোঃ নিজাম উদ্দিন জানান, গত বুধবার রাতে মাছ ধরার জন্য ১৩ মাঝিমাল্লা নিয়ে আমার মালিকানাধীন মা জননী ফিশিং ট্রলারটি সারেঙ্গা থেকে রওনা হয়।

এরপর থেকে তাদের কোন সন্ধান না পেয়ে বিষয়টি আমরা নৌ-পুলিশকে অবিহিত করেছি।

এ বিষয়ে নৌ-পুলিশের কর্তব্যরত মোঃ ফারুক জানায়, ১৩ মাঝিমাল্লা নিয়ে নিখোঁজ ফিশিং ট্রলারের বিষয়ে আমরা অনুসন্ধান করে যাচ্ছি। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে লোকালয়ে বুনোহাতি, রেস্ট হাউজে ঢুকে তছনছ
পরবর্তী নিবন্ধবাঁশখালী পৌরসভার কাউন্সিলরের ৩ বছরের সাজা