বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিনে গত রোববার দিবাগত রাতে সাগরে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ টিটু নামের এক মৎস্যজীবি মাছ ধরার বোট থেকে পড়ে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ মৎস্যজীবী উপকূলীয় রায়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গহিরা এলাকার কালু চৌকিদারের পুত্র । জানা যায়,বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সাগরে পানির ঢেউয়ের তোড়ে টিটু সাগরে পড়ে যায়। এসময় সহকর্মীরা সাগরে অনেক খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এঘটনায় নিখোঁজের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
বার আউলিয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইসার মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখনো নিখোঁজের সন্ধান মেলেনি।












