বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ২৬ জেলে উদ্ধার

বিকল ট্রলার

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ২৬ জন জেলেকে উদ্ধার করে। গতকাল বুধবার তাদের কূলে নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত সকল জেলে মহেশখালী উপজেলার বাসিন্দা।

সূত্রে জানা যায়, ‘এমবি তাজমিনুর রহমান’ নামক মাছ ধরার ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে নৌবাহিনী। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে অগ্রসর হলে নৌ সদস্যগণ বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পান। পরবর্তীতে, নৌ সদস্যগণ জেলেদের উদ্ধার করেন। ক্ষুধার্ত জেলেদের উদ্ধারের পরপরই নৌবাহিনী তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে। উদ্ধারকৃত ব্যক্তিদের ও ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে। পরে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশে সমুদ্রে গমন করে এবং ০৩ অক্টোবর কূলে ফেরার সময় ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর পরিদর্শনে যুক্তরাজ্যের বাণিজ্য দূত
পরবর্তী নিবন্ধঅবশেষে সরবরাহ স্বাভাবিক হল থাইরয়েড ক্যান্সারের ক্যাপসুল