বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

বাড়ছে ভ্যাপসা গরম

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপটি এখনো সক্রিয় হয়নি। তবে এটি সক্রিয় হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বাতাসে আদ্রতা কমে ভ্যাপসা গরমের সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে গরমের এ প্রভাব আরো কয়েকদিন থাকবে। তাছাড়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে এটি ক্রমে অগ্রসর হয়ে ভারতের দিকে চলে যাবে বলেও জানিয়েছেন চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ। তিনি দৈনিক আজাদীকে বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখনো সক্রিয় হয়নি। এটি সক্রিয় হয়ে নিম্নচাপে রূপ নিলে ভারতের দিকে চলে যাবে। তবে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। বাতাসে মৌসুমী বায়ু কমে যাওয়ায় আদ্রতা কমেছে। এতে গরম বেশি অনুভূত হচ্ছে।’
চট্টগ্রাম আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যা ৬ টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে, যা অস্থায়ীভাবে দমকায় ৩৫-৪৫ কি.মি. পর্যন্ত প্রবাহিত হতে পারে। গতকাল শুক্রবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রাঙামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম ৪ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, গোলাগুলি