বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় মালামাল হারিয়ে মাঝসমুদ্রে বিকল ইঞ্জিন নিয়ে ভাসতে থাকা ২০ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৬টায় কুতুবদিয়ার অদূরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’ তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে তারা গভীর সমুদ্রে যাত্রা করেছিলেন। কিন্তু গত ২৮ জানুয়ারি ভোররাত ৪টার দিকে ১০–১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল অন্য একটি বোট নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে জেলেদের জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দল বোটে থাকা সব মাছ, ৪ ড্রাম ডিজেল ও রান্নার গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে নেয়। যাওয়ার সময় তারা বোটের ইঞ্জিনটি বিকল করে দেয়, যাতে তারা মাঝসমুদ্রে আটকা পড়ে থাকেন। দুই দিন ধরে ইঞ্জিনহীন অবস্থায় বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোরে জরুরি একটি টেলিবার্তার মাধ্যমে বোটটির বিপদগ্রস্ত হওয়ার খবর পায় নৌবাহিনী। সংবাদ পাওয়ার সাথে সাথেই ‘বানৌজা সুরমা’ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং কুতুবদিয়ার অদূরে ভাসমান অবস্থায় ২০ জন মাঝিমাল্লাসহ বোটটি খুঁজে পায়। নৌবাহিনী সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি খাদ্য ও পানি সরবরাহ করেন।












