বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারে ৪ জন ক্রুর মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর উদ্ধারকারী সদস্যরা। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জন এবং এখনো নিখোঁজ রয়েছে ৮ জন।
সেন্টমার্টিনের পশ্চিম বঙ্গোপসাগরে প্রায় (৩৫ ন্যটিক্যাল মাইল) ৬৫ কিলোমিটার দূরে আজ শনিবার (২৩ জানুয়ারি) ভোরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায় এফবি সালসাবিল ট্রলারটি।
পরে খবর পেয়ে কোস্ট গার্ডের একটি ও নৌ বাহিনীর দু’টি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে এখনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমান।
তিনি জানান, ৪/৫ দিন আগে চট্টগ্রাম থেকে ২৫ জন ক্রু নিয়ে মাছ শিকারে বের হয় এফবি সালসাবিল। আজ শনিবার ভোরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে এটি ডুবে যায়। পরে খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর উদ্ধার টিম ছুটে যায়। ৪ জনের মৃতদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জীবিত উদ্ধার হওয়াদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সবাই সুষ্ঠু রয়েছে। তবে তাদের কারোই নাম ঠিকানা এখনো সংগ্রহ করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।