বঙ্গোপসাগরে চার ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

| শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:১৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপের প্রভাবে চারটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউপি সদস্য আবদুল খালেক ট্রলারডুবি ও জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে আবদুল খালেক মেম্বারের, আমির কোং, মনজুর কোং,মোজাম্মেল কোং নামের চারটি ট্রলার মাছ ধরতে যায়। আজ ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপের প্রভাবে চারটি ট্রলার ডুবে যায়।এতে আবদুল খালেক মেম্বারের ট্রলারের ৩ জেলে নিখোঁজের খবর জানা গেলেও। অন্য ট্রালারের কত জন জেলে নিখোঁজ হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। নিখোঁজ হওয়া জেলে ও ট্রলারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

দক্ষিণ স্টেশনে কোস্টগার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ২০ ইসিবির উদ্যোগ বন্যার্তদের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ