বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে দক্ষিণ চট্টগ্রামে মেডিকেল কলেজ স্থাপনের দাবি

সংসদে বাজেট আলোচনায় এমপি লুবনা | বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে ২০২৪২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শামীমা হারুন লুবনা এমপি বলেছেন, দূরত্বের কারণে দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলা ও কক্সবাজারের পেকুয়াকুতুবদিয়া থেকে রোগী পরিবহনে বেশ সময় লাগে।

সেজন্য দক্ষিণ চট্টগ্রামে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাচ্ছি। যা হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে। তিনি গত ২৫ জুন সংসদে বাজেটের ওপর বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেট সামাজিক সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। জেন্ডার বৈষম্য অনেকটা হ্রাস পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তাবিত বাজেট সহায়ক ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ও তাহের-মনজুর কলেজে বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারের সাথে বেপজিয়া নেতৃবৃন্দের সাক্ষাৎ