বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট চট্টগ্রামে শুরু ১৮ মার্চ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কোয়াশ এন্ড র‌্যাকেট ফেডারেশন আয়োজিত বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৮ মার্চ। চট্টগ্রামের দুটি ভেন্যু চিটাগাং ক্লাব এবং বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। চিটাগাং ক্লাবে পুরুষ বিভাগের খেলা এবং বিকেএসপিতে মহিলা বিভাগের খেলা সমুহ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করছে এস এ গ্রুপ অব কোম্পিানিজ। এই টুর্নামেন্টে ৯টি দেশের মোট ৪৮ জন খেলোয়াড় অংশ গ্রহন করছে। যেখানে পুরুষ ৩২ জন এবং মহিলা ১৬ জন। এবারের টুর্নামেন্টে অংশ গ্রহনকারী দেশ সমুহ হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইরান, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কুয়েত, মিশর এবং স্বাগতিক বাংলাদেশ। এই টুর্নামেন্টটি দেশে সবচাইতে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। শুধু তাই নয় এই টুর্নামেন্টের মাধ্যমে দ্বিতীয়বারের মত প্রফেশনাল স্কোয়াশ এসোসিয়েশন ট্যুর ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। আর মহিলা টুর্নামেন্ট দেশে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে। পাঁচ দিন ব্যপি এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ২২ মার্চ।
এদিকে এই টুর্নামেন্টের প্রাক্কালে গতকাল এক সংবাদ সম্মেলন চিটাগাং ক্লাবের স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কোয়াশ এন্ড র‌্যাকেট ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল হাসান, এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম, চিটাগাং ক্লাব স্কোয়াশ সাব কমিটির মেম্বার ইনচার্জ আজিজুল হাকিম, চিটাগাং ক্লাবের সেক্রেটারী কমান্ডার আশরাফ উদ্দিন এবং এস এ গ্রুপ অব কোম্পানীজের জি এম এবং এইচ আর সৈয়দ রাফিদুল আলম । একই সাথে গতকাল টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়। টুর্নামেন্টের স্পন্সর এস এ গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফীন আলম বলেন বঙ্গমাতার নামে আমরা একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। আমরা এর আগে প্রশিক্ষন সহ টুর্নামেন্টের আয়োজন করেছি। এবার আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। আশা করছি এটি সফল হবে। স্কোয়াশ ফেডারেশনের সাধারন সম্পাদক এই টুর্নামেন্ট সফল করতে সকলের সহায়তা কামনা করেন। কারন এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের ভাবমুর্তি আরো উজ্জল হবে বলে মনে করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধলাখেরা শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিকেএসপির তৃণমূল পর্যায়ের ক্রীড়া মেধা বাছাই ১৯ মার্চ