বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আলোচনা সভা, দোয়াসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ : বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মদিনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি নগর আওয়ামী লীগ সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এম পি, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, মহানগর সদস্য জাফর আলম, কাউন্সিলর সাহেদ ইকবাল, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক অ্যাড. শাকিল আজম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, অ্যাড সাজ্জাদুর রহমান বাচ্চু, শাহাজাহান রতন আব্দুল জলিল, উম্মে হাবিবা আঁখি, হাসান মনসুর, শিশির দে প্রমুখ।

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের উপর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

কর্ণফুলী উপজেলা যুবলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের আওতাধীন কর্ণফুলী উপজেলা যুবলীগের উদ্যোগে স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বঙ্গমাতার ভূমিকা শীর্ষক আলোচনা ও ১ হাজার দুঃস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ও সেলিম হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন।

সিভাসু : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গমাতার ম্যুরালে পুষ্পাঞ্জলি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: কামাল। এরপর শিক্ষক সমিতি, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হল, প্রগতিশীল শিক্ষক ফোরাম ও বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ওয়ান হেল্‌থ ইনস্টিটিউটের পরিচালক ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. শারমীন চেীধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম প্রমুখ।

দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লা সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।উপস্থিত ছিলেন সংগঠনের রেহেনা ফেরদৌস চৌধুরী, জান্নাত আরা মনজু, খালেদা আকতার চৌধুরী, ববিতা বড়ুয়া, দিলারা কায়েস সুমি, আনজুম আমিন শামিম, সঞ্চিতা বড়ুয়া, জীবন আরা, কোহিনুর আকতার, বিবি জয়নাব, মোমেনা আকতার নয়ন, সাজেদা বেগম, রেহানা আকতার কাজেমী, শাহীন আকতার, অ্যাড. জেসমিন পারভিন, লুনা প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত করে দুস্থদের মাঝে মশারি বিতরণ করা হয়।

বাংলাদেশ দূতাবাস আবুধাবি : বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আরোচনা সভা রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সভাপতিত্বে ও দূতাবাসের শ্রম কাউন্সিলর (লোকাল ) লুৎফুন নাহার নাজিম পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাণী পাঠ করেন দুতাবাসের মিশন উপ প্রধান মিযানুর রহমান। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন। বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউ এ ই সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুবলীগ আবুধাবীর সাধারণ সম্পাদক মাহাবুব খন্দকার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইতালির উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলী ওয়ার্ড আ. লীগের সভা