বঙ্গবাজারে ‘আওয়ামী লীগ আগুন দিয়েছে’ বলে পাল্টা অভিযোগ আনলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, ‘নিরপেক্ষ’ তদন্ত হলে ওই ঘটনায় ক্ষমতাসীন দলের প্রভাবশীল লোকেদের সম্পৃক্ততা ‘বেরিয়ে আসবে’।
‘বঙ্গবাজারসহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, আন্দোলনের ব্যর্থ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি এবং তা তদন্ত করা দরকার’– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরদিন গতকাল শুক্রবার বিষয়টি নিয়ে কথা বললেন বিএনপি মহাসচিব। খবর বিডিনিউজের।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে ফখরুল বলেন, প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয়, তাহলে সম্ভাবনা আছে এটা বেরিয়ে আসার যে, এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে।
কেন আওয়ামী লীগ এই ঘটনা ঘটাবে বলে মনে করছেন ফখরুল? তিনি বলেন, বহু বছর ধরে আওয়ামী লীগের শাসকগোষ্ঠীর কিছু অত্যন্ত প্রভাবশালী লোক বঙ্গবাজারকে দখল করার জন্য চেষ্টা করছিলেন, কাজ করছিলেন। আমরা যেটা চেয়েছি যে, একটা নিরপেক্ষ তদন্ত।
বিএনপি মহাসচিব বলেন, ইয়েস– আমি সেই কথাটাই বললাম। আমি কথা তো সেখানে বলেছি যে, প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয়, তাহলে বেরিয়ে আসবে যারা আওয়ামী লীগের প্রভাবশালী, তারাই এটার সঙ্গে জড়িত এবং আমরা… এই পর্যন্ত বলতে চাই।
বঙ্গবাজারে আগুন এবারই প্রথম নয়। বিএনপি সরকারে থাকার সময় ১৯৯৫ সালেও আগুনে ছাই হয়েছিল সে সময়ের মার্কেটটি। ২০১৮ সালেও সেখানে আগুন লাগে। বিএনপি সরকারের আমলেও ভস্মীভূত মার্কেটের এলাকায় বহুতল মার্কেট নির্মাণ করা হয়েছিল।
বঙ্গবাজারে আগুনের ঘটনায় বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বক্তব্য ‘লোক হাসানোর জন্য’ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আরে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য ধরে আপনি (সাংবাদিক) প্রশ্ন করার সময়ে অন্যরা (সাংবাদিকরা) যেভাবে হাসতেছিল, আমার মনে হয় রোজার দিনে কষ্টে থাকা মানুষকে হাসানোর জন্য উনি এই বক্তব্য দিয়েছেন। আর কিছু না।
১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে সরকার পদত্যাগসহ ১০ দফা আদায়ে ‘যুগপৎ আন্দোলনের’ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল বলেন, সরকার আগের কায়দায় নির্বাচন দেখিয়ে আবার ক্ষমতায় যাবে, সেভাবে তারা পরিকল্পনা করেছে। আমরা মনে করি, সরকার আগের মত একতরফা নির্বাচন করতে চায়। সেজন্য তারা জাতিসংঘের প্রস্তাব (নির্বাচনে সহযোগিতার প্রস্তাব) রিজেক্ট করেছে।