পলাশীর অস্তগামী সূর্যের অনন্তকাল পরে
অন্তহীন অন্ধকারের বুক চিরে
পাকস্তানী শোষকের নাগপাশ ছিন্ন করে
অবশেযে তুমি এলে বঙ্গবন্ধুশেখ মুজিব।
দেশবিভাগ থেকে বায়ান্নর ভাষা আন্দোলন
যুক্তফ্রন্ট থেকে উনসত্তরের গণ অভ্যুত্থান
উত্তাল অগ্নিঝরা দিনগুলোর
পিচ্ছিল পথ ধরে লাখো শহীদের রক্তস্নাত একাত্তরে
তুমি মৃত্যুর প্রহর গুনেছো হানাদারের কারাগারে
তারপর একদিন মহাকাব্যের মহানায়কের
বেশে আকাশ বাতাস একাকার করে
তুমি এলে তোমার স্বপ্নের বাংলাদেশে
বঙ্গবন্ধু শেখ মুজিব
তোমায় সালাম।