বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল রোববার লালদিঘী পাড়স্থ ডা. সিদ্দিকী হোমিও মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা স্বপন কুমার মজুমদার, চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রতন চক্রবর্তী, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মোহাম্মদ মহসীন, ডা. উজ্জ্বল কান্তি দাশ, ডা. আলাউদ্দিন ভূঁইয়া, ডা. কাকলী তালুকদার, ইন্টার্ন ডা. সাইফুল ইসলাম, মোহাম্মদ মামুন, বিল্লাল হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইদ্রিস ফারুকী। প্রেস বিজ্ঞপ্তি।