বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার পরিদর্শনে জেলা পরিষদ সচিব

রাউজান প্রতিনিধি | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

রাউজানের গহিরায় জেলা পরিষদের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের নামে প্রতিষ্ঠিত স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন জেলা পরিষদের সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ রবিউল হাসান। গত ২৮ ডিসেম্বর তিনি এই পাঠাগারে সংরক্ষতি বই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে খোঁজ-খবর নেন। এসময় তিনি আইসিটি প্রশিক্ষণ ভবন প্রতিষ্ঠার জায়গা ঘুরে দেখেন।এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব, পাঠাগারের পরিচালক শ্যামল দত্ত, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর গহিরা মোবারকখীল গ্রামে জেলা পরিষদের অর্থায়নে করা দরিদ্র পরিবারের জন্য করে দেয়া পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে স্কুলে বই বিতরণ
পরবর্তী নিবন্ধবচনের শুদ্ধতা মননের পরিশুদ্ধি আর সংস্কৃতি মনুষ্যত্বের উদ্বোধন ঘটায়