বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার জরুরি সভা গত শনিবার নগরের মৌসুমি আবাসিক এলাকায় চৈতালি ভবনে অধ্যাপক অ্যাডভোকেট কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন নবাব হোসেন মুন্না, ডা. আইরিন সুলতানা, শিউলি আকতার, ইয়াছমিন আকতার, মো. জসিম উদ্দিন, মো. হাসান মুরাদ, মো. আরফান, ইঞ্জিনিয়ার মো. এমরান, উৎপল বর্ণা তালুকদার, রাজেশ তালুকদার, মোহাম্মদ হোসেন মধু, আবুল হাশেম, চিত্তরঞ্জন বর্মণ।
সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আলমগীর ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার নির্দেশে চট্টগ্রাম জেলা শাখার কার্যক্রম জোরালো ও গতিশীল করতে বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।