চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন শুধু বাঙালির বঙ্গবন্ধু নন; তিনি পৃথিবী নামক এই গ্রহে মানবিক আদর্শের নির্মাতা, মুক্তি–স্বাধীনতাকামী নিপীড়িত–নির্যাতিত মানুষের শোষণ–বঞ্চনার বিরুদ্ধে এক অবিনাশী আলোকবর্তিকার পথিকৃৎ। জীবন্ত কিংবদন্তী বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বিশ্বমানচিত্রে সর্বোচ্চ সংখ্যক আত্মবিসর্জনের চন্দ্রাতপ স্মারক–লাল সবুজের পতাকা।
তিনি বলেন, বিশ্বে বঙ্গবন্ধু নামের এই মহান পুরুষের কোনো বিকল্প নেই। তিনিই একমাত্র তাঁর বিকল্প প্রতিচ্ছবি হতে পারেন। আধুনিক মানব সভ্যতার মনন–সৃজনশীল–দেশপ্রেম–মাটি ও মানুষের প্রতি অপরিমেয় মমত্ববোধের স্পন্দিত অধ্যায় রচনায় শেষ গন্তব্য পর্যন্ত বঙ্গবন্ধু পরিখ্যাত থাকবেন নিঃসঙ্কোচে।
‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানের তৃতীয় দিনে গতকাল শনিবার ‘বঙ্গবন্ধু ও স্বপ্নের স্মার্ট বাংলাদেশ’ বিষয়ে সভাপতির বক্তব্য রাখছিলেন ড. ইফতেখার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শৈলী প্রকাশন আয়োজিত সাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন কায়সার নীলুফার সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ এস এম ওমর ফারুক, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। সূচনা বক্তব্য দেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া।
মূল প্রবন্ধে ড. উজ্জ্বল কুমার দেব বলেন, চতুর্থ শিল্পবিপ্লব দিয়ে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকবার জন্য প্রযুক্তি সক্ষমতা একান্ত প্রয়োজন। শিল্প উৎপাদনের নতুন ধারায় তুলনীয় সক্ষমতা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে বেশি দিন সম্পৃক্ত ও টিকে থাকা সম্ভব নয়। একটি দেশের উন্নতিতে বহির্বিশ্বের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা অত্যাবশ্যক; যা বঙ্গবন্ধুর ১৯৭৩ সালে দূরদৃষ্টির কারণে এর সুফল আজ আমরা ভোগ করছি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া–কবিতা পাঠ করা হয়।
আজকের কর্মসূচি : আজ রবিবারের বিষয়–সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে বঙ্গবন্ধু। মূল প্রবন্ধ পাঠ করবেন ড. শ্যামল কান্তি দত্ত। সভাপতিত্ব করবেন অভীক ওসমান। আলোচক থাকবেন প্রফেসর অঞ্জন নন্দী, ড. ইলু ইলিয়াস, কলামিস্ট কাজী রুনু বিলকিস, অধ্যাপক বিচিত্রা সেন। সূচনা বক্তব্য দিবেন শিশুসাহিত্যিক অরুণ শীল। কবিতা পাঠ করবেন কবি সাথী দাশ, কমলেশ দাশগুপ্ত, আজিজ রাহমান, আ ফ ম মোদাচ্ছের আলী, আবু তালেব বেলাল, অমিত বড়ুয়া, আখতারুল ইসলাম, আজিজ কাজল, অপু বড়ুয়া, রুমি চৌধুরী, কৌশিক রেইন, অপু চৌধুরী, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সেবপ্রিয় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।