বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিজিএমইএ গার্মেন্টস পল্লী উন্নয়ন কাজের উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বিজিএমইএ গার্মেন্টস পল্লীর উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গত ২১ জুলাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। সভায় বিজিএমইএর প্রতিনিধি, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনসহ বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসন, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বেজার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিনিয়োগকারীদের বলেন, বেজা বিনিয়োগকারীকে সর্বাপেক্ষা উত্তম সেবা প্রদানে বদ্ধপরিকর। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের আওতায় বিজিএমইএ গার্মেন্টস পল্লীর অভ্যন্তরে প্রায় ২৩ কিলোমিটার দুই লেনের সড়ক ও ২৯ কিলোমিটার ড্রেন নির্মাণের সূচনা করা হলো। এর মাধ্যমে বিজিএমইএ গার্মেন্টস পল্লীতে যেসকল বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে তারা চাইলেই এখনই জমি বুঝে নিয়ে শিল্প নির্মাণ কাজ শুরু করতে পারে।

তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের পরিষেবা প্রদানে অনেক চ্যালেঞ্জ থাকলেও বেজা তা সাফল্যের সাথে মোকাবেলা করে সকল সরকারি সংস্থার সাথে সুসমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করছে। কেন্দ্রীয়ভাবে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে অর্থনৈতিক অঞ্চলসমূহে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে বেজা বিভিন্ন উন্নয়ন অংশীদারের সাথে কাজ করছে।

বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) ইরফান শরীফ বলেন, বেজা ও বিজিএমইএসহ সকল বিনিয়োগকারী এক সাথে কাজ করলে উন্নত বাংলাদেশ গড়ার পথ অনেক সহজ হবে। তাই আমাদের সকলকে একসাথে কাজ করে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরকে উন্নয়নে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, বেজার মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মনিরুজ্জামান, এনডিইএর পরিচালক নির্ঝর এন আনোয়ার, সিসিইসিসিসিআরসিসি জেবির প্রতিনিধি লিউসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবাদে মীরসরাইয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের সমাবেশ ও মানববন্ধন
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৫৭ ফুট উচ্চতার গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি বিহার উদ্বোধন