বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি ও রাউজান উপজেলার চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস নির্বাহী সদস্য দিদারুল আলম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মুজিবর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. আবদুল বারী, বিদায়ী জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ সাধারণ সম্পাদক আ..ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, জসিমুল হুদা, ওয়াসিম কামাল রাজা, আবদুল্লাহ আল মামুন, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী ও সালাউদ্দিন জাহেদ, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাইফুল্লাহ মুনির, সিভাশু সহকারী পরিচালক গোলাম মাওলা, বিসিবির ফিজিও থেরাপিস্ট আবু হানিফ ও বিভিন্ন কলেজের শিক্ষকগণ। এ টুর্নামেন্টে উপজেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়া ১৬টি দল অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা লাভ করবে।

পূর্ববর্তী নিবন্ধসেরা গোলরক্ষক এমি, সেরা খেলোয়াড় হামেস, গোল্ডেন বুট লাউতারোর
পরবর্তী নিবন্ধমেসির ট্রফি জেতার রেকর্ড