বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মহানগরের সম্মেলন ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা চট্টগ্রাম অঞ্চলের পুরস্কার বিতরণ গত ৩১ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম.এ লতিফ। তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ, স্বদেশ প্রেম শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। মানুষের উপকার করতে হবে। মানব সেবায় ব্রত হতে হবে। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি মিয়া মনসফ। বক্তব্য রাখেন মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক সুমন, আজিজুর রহমান আজিজ, কাউন্সিলর পুলক খাস্তগির, হাজী মনির আহম্মদ, আফছার উদ্দীন, নুর আলমগীর চৌধুরী, সাজ্জাদ হোসেন, সোহেল রানা, জাবেদ জাহাঙ্গীর টুটুল, সাবের আহমদ, ওসমান গনি মানিক, হাবিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল মান্নান, ফজলে হাসান চৌধুরী, অ্যাড রসিক লাল বৈদ্য, ইসহাক জসিম, হায়দার আলী, আফগানী বাবু, আব্দুল ওয়াদুদ রিপন, মোহাম্মদ জয়নাল আবেদীন হাসান শাহরিয়ার, মঞ্জুরুল আলম, ইসমাইল হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক মো. নুহউল আলম রাসেল, প্রনব কুমার দে, বিজয় চক্রবর্তী শাওন, তমাল মো. ইমরান, হুমায়ুন রশীদ রাসেল, আজিজুল হাকিম ইমরান, এ কে মাহমুদ রবিন, ইমরান হোসেন প্রমুখ। শেষে মোহাম্মদ ইকবাল হোসেনকে সভাপতি ও মো. নুহউল আলম রাসেলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।