বঙ্গবন্ধু শিল্পনগরে কর্ণফুলী গ্যাস কোম্পানির দুই প্রকল্প উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শিল্পনগরে গ্যাস পাইপ লাইন নির্মাণ, কেজিডিসিএল গ্যাস বিতরণ নেটওয়ার্ক আপগ্রেডেশন ও ফৌজদারহাটমীরসরাইসীতাকুণ্ড গ্যাস বিতরণ নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গভবন থেকে ভিডিও কন্‌ফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ আবু সাকলায়েন, মহাব্যবস্থাপনা পরিচালক গৌতম কুন্ডু, প্রকল্প পরিচালক শফিউল আজম, প্রকৌশলী আমিনুর রহমান, রইস উদ্দিনসহ চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে অনেক উন্নয়ন করেছি। কিন্তু ২০০১ সালে বিএনপিজামায়াত ক্ষমতায় এসে আমাদের করে যাওয়া অনেক উন্নয়ন নিজেরা করেছে বলে প্রচার করে। তাই ডিজিটাল বাংলাদেশে ডিজিটালি উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করছি।

পূর্ববর্তী নিবন্ধচার শিক্ষার্থীকে নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভেসে এলো জলপাই রঙা মৃত সামুদ্রিক কচ্ছপ