বঙ্গবন্ধু ল’টেম্পল চট্টগ্রামের শিক্ষার্থী ও স্টুডেন্ট প্যানেলের ঈদ পুনর্মিলনী

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আইন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ল’টেম্পল কলেজ চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাস এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন। তিনি বলেন, প্রাচীনতম এই বিদ্যাপিঠের শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাসরুম সংকট ও নানা সংস্কারসহ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি গত শুক্রবার নগরীর ফয়ে’স লেক সিওয়ার্ল্ডে বঙ্গবন্ধু ল’টেম্পল চট্টগ্রামের শিক্ষার্থী ও স্টুডেন্ট প্যানেলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জিয়াউল হক ইমন। উত্তম দে ও মো. মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাদেকা খানম, রামপদ দাস, এ এম দস্তগীর, আব্বাস উদ্দিন মানিক, সঞ্জয় দাস, রাশিদুল হাসান, মঈন উদ্দিন, শাহিন সরকার প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি এ আয়োজনে বিশেষ অবদানের জন্য ৫ শিক্ষার্থীকে স্টুডেন্ট প্যানেলের পক্ষে থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড থানা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১