বঙ্গবন্ধু ম্যারাথনে মনিরউল্লাহ্‌র সাফল্য

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক ম্যারাথন গত ২৬ জানুয়ারি ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া এ উন্মুক্ত ম্যারাথনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের এবং বিভিন্ন বয়সের দৌড়বিদগণ অংশ নেন। এতে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন চট্টগ্রামের পাঠানটুলী নিবাসী বাংলাদেশ রেলওয়ের সাবেক এ্যাথলেট ৭০ বছর বয়সী মো. মনির উল্লাহ। তিনি ২১ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথনে অংশ নেন। উক্ত পথ তিন ঘন্টায় অতিক্রমের নির্দেশনা থাকলেও তিনি আড়াই ঘন্টায় তা সম্পন্ন করে কৃতিত্ব দেখান। এজন্য তিনি আয়োজকদের কাছ থেকে মেডেল অর্জন করেন। এ বয়সে মনির উল্লাহর এই সাফল্য উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়। জাতীয় পর্যায়ে বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় তিনি রেলওয়ের হয়ে অংশ নিতেন। এই ম্যারাথনে তিনি লংকাবাংলা সিকিউরিটিজের হয়ে অংশ নেন। এই বয়সে ম্যারাথনে অংশ নেয়ার কারণ তাঁর লক্ষ্য হচ্ছে সুস্থ ও নিরোগ থাকার জন্য ব্যায়াম করতে সকল নারী পুরুষকে উদ্বুদ্ধ করা।

পূর্ববর্তী নিবন্ধচিল্ড্রেন গার্ডেন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া মজুমদারখীল স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ