‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ ২১ অক্টোবর চট্টগ্রামস্থ জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধন করা হয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন, সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীটি ১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্যে উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।