‘বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তর প্রেরণার উৎস।
এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ : বহদ্দারহাটস্থ এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে মুজিব শতবর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৭ মার্চ অনলাইনে ছড়া বলা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষিকা তাসনোভা তাহরিনের সঞ্চালনায়, অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে স্কুলের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, সমাজসেবক আব্দুল হান্নান চৌধুরী, উদ্বোধক ছিলেন নাট্যকার সজল চৌধুরী, প্রধান বক্তা ছিলেন নুর মোহম্মদ রানা, বিশেষ অতিথি ছিলেন আবু হেনা খোকন, আবু সুফিয়ান, জাফর ইকবাল, হুমায়ুন কবির রোকন, এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছিলেন স্কুলের শিক্ষক মো: ইউনূস, সালেহা আক্তার, জোয়াইরা হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ শাহাদাত হোছাইন জয়নাব বেগম। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নরেন আবৃত্তি একাডেমি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নরেন আবৃত্তি একাডেমির মনোরম আবৃত্তির উদ্যোগে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। নরেন আবৃত্তি একাডেমির সভাপতি মিশফাক রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তর প্রেরণার উৎস। হত্যা, ক্যু আর ষড়যন্ত্রে রাজনীতির ঘেরাটপে আটকা পড়ে আমাদের প্রিয় মাতৃভূমি। ঘাতক এবং তাদের দোসররা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করতে জারি করে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’। তার পরও তারা সফল হয়নি। আকমান রাসুল মিলুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হাজারী। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এড. এইচ এম জিয়াউদ্দিন, কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কাউন্সিলর আঞ্জুমান আরা, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও সেলিম রেজা সাগর। আবৃত্তি পরিবেশন করে কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্র, বোধন আবৃত্তি পরিষদ, ত্রিতরঙ আবৃত্তি দল, নির্মাণ আবৃত্তি অঙ্গন ও প্রমা আবৃত্তি সংগঠন।
দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ. লীগ : ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবসে আলোচনা সভা সুমাইয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদুল আলম মাস্টার এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম। প্রধান অতিথি ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরনবী, সহ-সভাপতি জোনাব আলী, হাজী নুরুল আলম, আবু তাহের, পতেঙ্গা থানা শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ আলী, কামাল, সেলিম, আব্দুল লতিফ, ছালেহ আহমদ, নুরুল আবছার, মোস্তফা কামাল, আব্দুল্লাহ আল মামুন, মনজুর আলম, দস্তগীর আলম মাসুদ, মারুফ, সাইফুল, আলাউদ্দিন, আশরাফ খোকন, সেলিম, ফারজানা আক্তার, স্বপ্না বেগম, নারগিছ আলম দিবা, সাগর খান, সাজিউল করিম সাজিব, সাইদুল, ইকবাল প্রমুখ।
একতা ব্যবসায়ী সমিতি : ইপিজেড থানাধীন একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা সৈয়দ নুর। প্রধান বক্তা ছিলেন মো. তসলিম, বিশেষ অতিথি ছিলেন ডা. সৈয়দ শাহাদাত নুর, এডভোকেট আবু হানিফ। বক্তব্য রাখেন সন্তোষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন নুরে আলম, মিলন শেখ, সেলিম, কাইয়ুম হাওলাদার, নুরে আহমেদ, সাইফুর ইসলাম, মিজানুর রহমান, সমীরন মজুমদার, শাহীন পদানীয়া, ফারুক আহমেদ প্রমুখ।
আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ : ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেখ রাসেল স্মৃতি সংসদ আমিন শিল্পাঞ্চল কার্যালয় প্রাঙ্গণে গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার সিবলী সাদেক সোহেলের সভাপতিত্বে ও ইসলাম হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার। বক্তব্য রাখেন আরিফ আহমদ সুজন, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ প্রমুখ।
সরাইপাড়া ওয়ার্ড : সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ৩০ মার্চ সরাইপাড়া ফোরকানিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর মো. নুরুল আমিন। যুগ্ম আহ্বায়ক এম.শওকত আলীর সঞ্চলনায় উপস্থিত ছিলেন লুৎফুল হক খুশী, আবু সৈয়দ খান, কাজী বশির উল্লাহ, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, ডা. নুরুল ইসলাম, রুবেল আহমেদ বাবু, ডা. মো. ইকবাল, আবু হাসনাত, মো. সেলিম সওদাগর, নুরুল আলম, মুজিবুর রহমান, আবু রাশেদ, ওমর ফারুক, সাইফুল ইসলাম, সাইফুল হাবিব, আব্দুল মান্নান প্রমুখ।
লালখান বাজার ওয়ার্ড যুবলীগ : ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সনত বড়ুয়া নেতৃত্বে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, ইমরান আহমেদ শাওন, পূজন লোধ, মো. সুমন, কবির হোসেন, নুরুল ইসলাম, রতন দাশ, মিথুন দাশ, রাজীব দাশ, মো. রুবেল, অলক দাশ ও সজল দাশ।
এমইএস কলেজ শাখা ছাত্রলীগ : ওমরগনি এমইএস কলেজ শাখা ছাত্রলীগ গত ২৬ মার্চ কলেজ ক্যাম্পাসে সমবেত হয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আলী, কামরুল ইসলাম রাসেল, সৈয়দ আনিসুর রহমান, আশিকুন নবী, তোফায়েল আহমেদ মামুন, ইমাম উদ্দীন নয়ন, মো. সালাউদ্দিন, আনসার উল্লাহ সৌরভ, শাহাদাত হোসেন হীরা, ইমাম হোসেন ইমন, আব্দুল হাকিম ফয়সাল, আব্দুল আল আহাদ, আবু সায়িদ মুন্না, আওরাজ ভুইয়া রনক, জাহিদুল ইসলাম, জাবেদ রহিম মুন, ইউসুফ আলী বিপ্লব, আবুল হাসনাত ইফাত, নুরুল আবছার রাফি, রায়হান উদ্দিন ইশান প্রমুখ। বক্তারা বলেন, নব্য রাজাকার হেফাজতে ইসলামের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। এ অপশক্তি নির্মূলে সকল শ্রেণীর মানুষের ঐক্য প্রয়োজন।
মনসা স্কুল অ্যান্ড কলেজ : পটিয়ার মনসা স্কুল অ্যান্ড কলেজে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম ফারুকী। সহকারী অধ্যাপক ফারহানা হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক সুপর্ণা পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রতন কুমার দে, রূপক শীল, শিউলী বড়ুয়া, স্কুল শাখার শিক্ষক শিউলী চৌধুরী ও মো. মহিউদ্দিন। গান ও আবৃত্তি করেন প্রভাষক জয়া দত্ত ও রূপক শীল। সার্বিক নির্দেশনায় ছিলেন কলেজ গভর্নিং বডির আজীবন দাতা সদস্য আবু মোহাম্মদ।
হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ’ এর উদ্যোগে গত ২৬ মার্চ সকালে নগরীর চেরাগী মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি যদু সিংহ, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া শাহ, অধ্যক্ষ আবদুল মালেক, প্রাক্তন ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রাজনীতিবিদ ইমরান মিয়া চৌধুরী, প্রাক্তন ছাত্রনেতা ফিরোজ আহমদ, শাহ নুরুল আলম, যুবনেতা মাধব ধর, মোহাম্মদ আলী, ধ্বনি আচার্য প্রমুখ।
উত্তর সর্তা জাগরণী ক্লাব : উত্তর সর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ফ্রি চিকিৎসাসেবা ও শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ক্লাবের সভাপতি মো. আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ মোশারফ হোসেন ও ইব্রাহীম তছলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন লায়ন মোহাম্মদ আলী। সংবর্ধিত অতিথি ছিলেন মুহাম্মদ মুনির উদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মুছা। বক্তব্য রাখেন মাস্টার আব্দুল জাব্বার, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আফাজ উল্লাহ সওদাগর, এস এম ইয়াকুব, মুহাম্মদ নাছির হায়দার, মাস্টার এজহার মিয়া, মোহাম্মদ ইলিয়াছ, নুরুল হুদা মানিক, ডা. সুশীল, সরওয়ার মেম্বার, কামাল উদ্দিন তৈয়ব, শিক্ষক মুহাম্মদ আলাউদ্দিন, নুরুল আলম চৌধুরী, এস এম আববাস, মো. নুরুল আবচার, মাস্টার ইউছুপ, অ্যাডভোকেট রিয়াজ মনজুরুল হক, রফিকুল আলম, দিদারুল আলম প্রমুখ।
রেলওয়ে এমপ্লয়ীজ সমাজ কল্যাণ পরিষদ : ৯নং উত্তর পাহাতলী ওয়ার্ডস্থ রেলওযে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ দোয়া মাহফিল সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযাদ্েধা মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর জহুরুল আলম জসীম। এসময় উপস্থিত ছিলেন আবদুল খালেক, সাহাবউদ্দীন আরঙ্গজেব আঙ্গুর, আবুল হাশেম, শফিকুল আলম, মোতাহেরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন, মিজানুর রহমান, মুজিবুর রহমান, জাহাঙ্গীর কবির নন প্রমুখ।
মহানগর জাসদ : চট্টগ্রাম মহানগর জাসদের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। ২৬ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সদস্য বেলায়েত হোসাইন, উপদেষ্টা পরিষদের সদস্য আহম্মদ শরীফ, সুযশময় চৌধুরী, মফিজর রহমান, সেলিম চৌধুরী, শহিদুল ইসলাম রিপন, ডা. শাহেদুল করিম, শহীদউল্লাহ, রেজাউল করিম, স্বপন বড়ুয়া, মুহাম্মদ ইউছুফ, মাইনুল আলম খান, জসিম উদ্দীন, আবুল কালাম, কামাল উদ্দীন, রোকন প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ২৭ মার্চ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা সভা চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও মো. নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, সাদেক হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠছে আজ
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের অবদান ম্লান হবে না