বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির জাগ্রত থাকবে

আজাদী ডেস্ক | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবর বিতরণ, মিলাদ মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির জাগ্রত থাকবে।

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ : ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরীর (অব.) সভাপতিত্বে ও বঙ্গবন্ধুর জন্মদিনে বিশাল কেক কেটে সভার সূচনা করা হয়। সহকারি শিক্ষক জিল্লুর রহমানের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আহমেদ শাহিন আল রাজি, শিক্ষার্থীদের পক্ষে একাদশ শ্রেণির আজিজা আহমেদ, সামিহা মাহাদিয়া রাহদা ও নবম শ্রেণীর ইশরাক রহমান। সাংস্কৃতিক পর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তি করা হয়। দিনের শুরুতে ভোরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জ্যাকশন দাস।

ইউসিটিসি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাংয়ের গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পাঞ্জলির বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ট্রেজারার সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, কন্ট্রোলার অফ এঙাম ড. মো. নুরুল আবসার, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. এম. আব্দুস সামাদ, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রারার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর প্রফেসর আব্দুল কাদের তালুকদার, সি.এস.সি বিভাগের বিভাগীয় প্রধান এম এম মোশাররফ হোসেন, স্টুডেন্ট এফেয়ার্স ডিরেক্টর এস.এম. শহিদুল আলম সহ সকল শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় ও দিবসটি পালিত হয়।

ক্রিয়েটিভ নার্সিং কলেজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্রিয়েটিভ নার্সিং কলেজ, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের চেয়ারম্যান নবিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম এবং ক্রিয়েটিভ নার্সিং কলেজ, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মো. ওসমান, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রামের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. জাহিদ হোসেন শরীফ এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রামের উচ্চপদস্থ কর্মকর্তাগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ, ক্রিয়েটিভ নার্সিং কলেজ চট্টগ্রামের মোহাম্মদ ইমাম হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং উপস্থিত সকলে একযোগে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড : ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সূর্যোদয়ের প্রাক্কালে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল এবং কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।

ফ্রোবেল একাডেমি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীরা হাটহাজারী শিকারপুর ইউনিয়নের অধিক্ষেত্রে অবস্থিত, অনন্যা আবাসিকের নিকটস্থ অঙিজেন কুয়াইশ সংলগ্ন রাস্তাটিতে শিশু বান্ধব জেব্রা ক্রসিংয়ের নকশা ও রংয়ের আয়োজন করে। এটি শিক্ষার্থীদের ‘ডিজাইন ফর চেঞ্জ’ নামে একটি প্রজেক্টের অন্তর্ভুক্ত আয়োজন। শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামবাসীকে শিক্ষার্থীরা এই জেব্রাক্রসিং উপহার দেয়। এই কাজের মাধ্যমে তারা নিজ দেশের ঐতিহ্য ও গৌরবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব সম্পর্কেও তাদের সচেতনতার পরিচয় দিয়েছে। ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীদের মধ্যে শিশু বয়স থেকেই সচেতন নাগরিকের দায়িত্ববোধ জাগ্রত করার এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোমলমতি শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করতে অনুষ্ঠানে ফ্রেবেল একাডেমির শিক্ষক ও কর্মীবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন ফ্রোবেল একাডেমির পরিচালক ও প্রিন্সিপাল হাওরা তেহসীন জোহায়ের, পরিচালক সাবিন আমির, স্কুল প্রধান নুসরাত খান এবং আরো অনেক মান্যবর ব্যক্তিত্ব।

১৭নং পঃ বাকলিয়া ওয়ার্ড আ. লীগ : ১৭নং পঃ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে সৈয়দ শাহ রোডস্থ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান আলোচনা সভা কেক ও তবারুক বিতরণ ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এম আকবর আলী আকাশের সভাপতিত্বে আনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ও চিত্র শিল্পী আব্দুল কাদের বাবুল চৌঃ, ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক কমিটির সিঃ সদস্য এড. মোহাম্মদ মুসা, সাহেদুল ইসলাম সাহেদ, মো. জসিম উদ্দিন, প্রফেসর নাজিম উদ্দীন, রাশেদ সরওয়ার, আব্দুল মালেক সওঃ, জাহাঙ্গীর ডেকঃ, এস এম ওমর ফারুক, সাইফুদ্দীন খালেদ, শেখ মো. নাঈম, গোলাম কাদের হেলাল, ওয়াহিদুল ইসলাম করিন, দিদারুল আলম, আমিরুল কাদের চৌধুরী সজিব, শওকত হোসেন, দেলোয়ার, জাহাঙ্গীর সুমন, শাহআলম, নাসরিন সুলতানা মুন্নী, জয়াবল তপু, বেলাল হোসেন বাপ্পি, জাহাঙ্গীর আলম, হায়দার আলী রিমন, শহিদুল ইসলাম বাবু, সুহৃদ বড়ুয়া শুভ, আসিফুর রহমান সাকির, মো. জুনায়েদ, আবুসালীন তানবির, তাফহীম আলী তালহা, ইয়াসির আরাফাত, মো. সাকিব, আবদুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম সোহেল, মো. সোলায়মান, মো. রুবেল, ইব্ররাহীম, রানা প্রমুখ।

দক্ষিণ জেলা যুবলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌরমেয়র জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় শনিবার ১২২ আনন্দরকিল্লা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, দক্ষিণজেলা যুবলীগের সহসভাপতি মর্তুজা কামাল মুন্সি, মো. তৌহিদুল আলম, আকতার হোসাইন, নাসির উদ্দিন, এড. শাহাদাত কবির বাহাদুর, মো. মাঈনুদ্দিন চৌধুরী, মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিঠু, আবিদ হোসেন, নুরুল আমিন, .এন.এম ফরহাদুল আলম, রাজু দাশ হিরো, জাহিদুল হক চৌধুরী মার্শাল, ইজি আলম রুদ্র, মাহবুবুর রহমান, ফয়সাল হেলালী, মহিউদ্দিন, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, মাস্টার রিটন নাথ, .এস.এম মুছা তসলিম প্রমুখ।

উত্তর পতেঙ্গা ওয়ার্ড আ.লীগ : উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে কেক কেটে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্‌্‌যাপন করা হয়। সকালে এম.. আজিজ উদ্যানস্থ সংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের পর উল্লেখিত কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সংগঠনের সহসভাপতি নূর আহমদ সভাপতিত্ব করেন। আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, জাফর আহমদ, অসীম নন্দী, ইকবাল, নাছির আহমদ, মোহাম্মদ হোসেন সুমন, জসিম উদ্দিন, মো: রফিক, ইকবাল, হুমায়ুন পারভেজ, দিদারুল আলম নান্টু, রায়হান, আলফাজ, কামাল, সাইমুন সহ অন্যরা।

ফরহাদাবাদ সেফ হোম : হাটহাজারীর ফরহাদাবাদস্থ চট্টগ্রাম বিভাগের একমাত্র মহিলা ও শিশুকিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বেলুন উড়ানো, কেক কাটা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্নতমানের খাবার পরিবেশন এবং দোয়া মাহফিল। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের উপতত্ত্‌বাবধায়ক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেফ হোম পুলিশ গার্ড ইনচার্জ বাহাউদ্দিন, অফিস সহকারী মোঃ কামরুল হাসান, সমাজকর্মী ফাহমিদা খাতুন প্রমুখ।

যুবলীগ : ৩৮নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। মহানগর যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল ও ৩৮নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. রানার আয়োজনে ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর আলী মাঝির পাড়া এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের নিয়ে পবিত্র কোরান তেলাওয়াত ও দোয়া মোনাজাতের পরে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। ৩৮নং ওয়ার্ড যুবলীগ নেতা এইচ এম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল, মোঃ রানা, ৩৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রকি, ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নেজাম, জাহিদ, শুভ, রাহুল, আনহার, ছোট, শাহিন, সাওন, টিপু, মুন্না, মোজাম্মেল প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী শাখা: বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে ও মোহাম্মদ নাছির উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামশেদুল ইসলাম, আবদুস সামাদ, মঈন উদ্দিন, জাহাঙ্গীর কবির বাপ্পী, আবু তাহের তারেক,সাজ্জাদ হোসেন রুবেল, মোজাম্মেল হোসেন চৌধুরী, সজল চৌধুরী, ইমদাদ হোসেন, খোরশেদুল আলম, মোহাম্মদ এরশাদ, সৌরভ জমাদ্দার, নাছির উদ্দিন, জাকির হোসেন জসিম প্রমুখ।

সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ : ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদে মাহফিল গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন। আরো উপস্থিত ছিলেন লায়ন এম শওকত আলী যুগ্ম আহ্বায়ক, এ বি এম লুৎফুল হক খুশি যুগ্ম আহ্বায়ক সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ: নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলহাজ্ব মোহাম্মদ আলী আকবরের ব্যবস্থাপনায় কেক কাটা হয়। ওয়ার্ড আ.লীগের সভাপতি এ কে এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আ.লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন আলহাজ সিদ্দিকী কোম্পানি, মাবুদ সওদাগর। বক্তব্য রাখেন মাহফুজুর রহমান বাবুল, সৈয়দ আশাদ সরদার, মো. কামাল, সালাউদ্দিন, মো. ফরিদ, মুরিদুল আলম লিটন, মো. শাহিন, মোহাম্মদ নাসির, শের হোসেন বাবুল, নূর মোহাম্মদ লিটন, মো. আলমগীর, মো. শাহাব উদ্দিন, মোহাম্মদ করিম মো. বেলাল, মো. সিরাজ, মো. জামিল, সুমন নাগ, ফ্যামিলি শীল, মো. সাকিব, মো.মানিক, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আমির, মো. সোহেল, বাবুল দাস, সাগর দাস, কুলসুম বেগম, রিনা বেগম,রুবি আক্তার প্রমুখ। বক্তারা বলেন,আদর্শিক বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির জাগ্রত থাকবে।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মেলার পরিচালক সুসান আনোয়ার চৌধুরী। সাধারন সম্পাদক অ্যাড. হোসাইন রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাসমত আলী, কবি বিদ্যুৎ কুমার দাশ, আশুতোষ নাথ, মো. দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, রূপক কান্তি দে অপু, নুর মোহাম্মদ সেলিম, অ্যাড. ইলা চক্রবর্তী, লিপি দেওয়ানজী, আব্দুল হালিম, শাহেদ শাকিল, রিগেন আলী সর্দার রোমান, রিংকি ফিনি, নিজাম উদ্দীন, মোরশেদ আলম, কুতুব উদ্দীন রানা, জামাল উদ্দীন, ওসমান হোসাইন, মোরশেদুল আলম, মনিরুল ইসলাম, কুতুবউদ্দিন রানা, রুমেল খান, মো. হৃদয় হোসেন চৌধুরী, সৈকত পাল, মো. অভি, হাসমত খান আতিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে চাই মেধাভিত্তিক প্রজন্ম : মেয়র
পরবর্তী নিবন্ধসূর্যমুখীর বাগানে কিশোর কিশোরীর মেলা