চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু–বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ের ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। আজ সকাল ৮.৩০টায় বঙ্গমাতা ফুটবলের ফাইনালে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর মডেল সপ্রাবি ও রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার পানছড়ি সপ্রাবি। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সকাল ৯.৩০ টায় ফাইনাল খেলবে চাঁদপুর জেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বালিকা বিভাগে খাগড়াছড়ি জেলা ও বালক বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলা তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে। বঙ্গমাতায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার বড়পাড়া সপ্রাবি ৩–০ গোলে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি ইমাম উদ্দিন সপ্রাবিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সান্তনা ২টি ও তৃষ্ণা ১টি গোল করে। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার জালিয়াঘাটা সপ্রাবির সাথে ম্যাচে ওয়াকওভার লাভ করায় টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে।











