বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিল

| মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

বিশেষ নিরাপত্তা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য করা আইন বাতিল করা হয়েছে। গতকাল সোমবার ‘জাতির পিতার পরিবারসদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ‘জাতির পিতা পরিবারসদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হল। খবর বিডিনিউজের।

এর আগে গত ২৯ অগাস্ট ‘বৈষম্যমূলক নীতি’ বিবেচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রণীত আইন বাতিল করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে বঙ্গবন্ধুর দুই মেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের জন্য বিশেষ নিরাপত্তার সুবিধাটি আর থাকছে না।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন আরও এক শ্রমিক
পরবর্তী নিবন্ধ২ বছর পর থানায় অভিযোগ সাবেক এমপির