বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরাজি বিস্তার প্রকল্পের আওতায় দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এ জে চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ জেলা শাখার সভাপতি জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে ও সহ সভাপতি হাসমত আলীর সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নিলুফার জাহান বেবী। উপস্থিত ছিলেন সুদীপ বসাক, সুপন বড়ুয়া চৌধুরী, শুভাশীষ দাশ শুভ, মাহফজুর রহমান, জয় রায়, রাজু মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধোপাছড়ি সমিতি চট্টগ্রামের কার্যকরি কমিটির সভা
পরবর্তী নিবন্ধব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান