বঙ্গবন্ধু ট্যানেলের সাথে বাঁশখালী সড়কের সংযোগ দাবি

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির বিবৃতি

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩৪ অপরাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম ও মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর এক যৌথ বিবৃতিতে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন ট্যানেলের সংযোগ সড়কের সাথে বাঁশখালী মূল সড়কের সংযোগের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, কর্ণফুলী নদীর তলদেশে বাস্তবায়নাধীন স্বপ্নের বঙ্গবন্ধু ট্যানেলের কারণে বদলে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম। এই ট্যানেল বাস্তবায়নে সরকারের সাহসী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ট্যানেলের সাথে সংযোগ সড়কটি আনোয়ারা উপজেলার সিইউএফএল ঘাট-চাতরী চৌমুহনী বাঁশখালী ছনুয়া/মঘনামা হয়ে সরাসরি কক্সবাজার সদরের সাথে যুক্ত হলে চট্টগ্রাম পরিণত হবে চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন।

এতে দক্ষিণ চট্টগ্রামসহ পর্যটন নগরী কক্সবাজার, মহেশখালীর সোনাদিয়ার গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও কুতুবদিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব সুফল আসবে। ট্যানেল সড়কটি বাঁশখালী হয়ে কক্সবাজারের সাথে যুক্ত হলে সড়ক যাতায়াতের ক্ষেত্রে চট্টগ্রাম কক্সবাজারের রাস্তা ৩৫ কি.মি. কমবে এবং এই সংযোগ সড়কটি দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে। কিন্তু জানা যায়, ট্যানেল সংযোগ সড়কটি আনোয়ারা কালাবিবির দিঘি মোড় থেকে চন্দনাইশ হয়ে কক্সবাজারের সাথে মিলিত হচ্ছে। চন্দনাইশ হয়ে কক্সবাজার যাওয়ার এই সড়কের গুরুত্ব যেমন রয়েছে তার চেয়ে বাঁশখালী দিয়ে যাওয়ার গুরুত্ব কোনো অংশে কম নয়। তাই বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। পাশাপাশি ট্যানেল সংযুক্ত সড়কের উভয় পাশে ফুটপাত নির্মাণ করার উদ্যোগ গহন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রকৌশলীরা প্রাযুক্তিক অগ্রযাত্রার সৈনিক’
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার