বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ মোমিনুলের

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

টুর্নামেন্টের শুরুতেই শেষ হয়ে গেল মোমিনুল হকের। গত শনিবার খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছিলেন চট্টগ্রামের এই টপ অর্ডার ব্যাটসম্যান। আঙুলে স্ক্যানের পর জানা গেছে গুরুতর ফ্র্যাকচার আছে। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না তার। গতকাল রোববার মোমিনুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এই টুর্নামেন্ট আর খেলা হচ্ছে না। খুলনার বিপক্ষে ম্যাচের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছিলাম। স্ক্যান করিয়েছিলাম, ফ্র্যাকচার আছে। খুব শিগগিরিই ডাক্তার দেখাব। এখন পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। এই ধরণের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে সাধারণত চার সপ্তাহ সময় লাগে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ তৃতীয় ম্যাচ খেলতে নামবে মোমিনুল হকের দল। যদিও সে দুই ম্যাচে মোমিনুলের তেমন কিছু করার সুযোগ ছিলনা। কেবল ম্যাচ শেষ করে এসেছেন মাত্র। প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৮ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয়টিতে খুলনার বিপক্ষে ৫ রানে অপরাজিত ছিলেন। করোনা থেকে সেরে উঠে মাঠে নেমেছিলেন মোমিনুল। কিন্তু এবার ইনজুরির কারণে টুর্নামেন্টকে বিদায় বলে দিতে হলো ।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে তিনটি খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধতামিমদের হারিয়ে টানা তৃতীয় জয় চায় চট্টগ্রাম