বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম। যদিও দলটিতে নেই চট্টগ্রামের কোন ক্রিকেটার। তারপরও বেশ দাপটের সাথে এগিয়ে যাচ্ছে দলটি। এরই মধ্যে টানা চার ম্যাচে জিতে সবার উপরে চট্টগ্রাম। একে একে হারের স্বাদ দিয়েছে টুর্নামেন্টের বাকি চার দলকেই। প্রথম ম্যাচে ঢাকাকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে খুলনাকেও দাঁড়াতে দেয়নি চট্টগ্রাম। তৃতীয় ম্যাচে বরিশাল কিছুটা প্রতিরোধের ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি তামিমের দলের। আর সবশেষ রাজশাহীকে হারিয়েছে ১ রানে। ফলে চার ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট তালিকার সবার উপরে চট্টগ্রাম।
কি ব্যাট আর কি বল, চট্টগ্রামের সামনে দাঁড়াতেই পারছে না কোন দল। প্রথমে বোলাররা সফল হলে পরে ব্যাটসম্যানরা সে সাফল্যকে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে বল হাতে মোস্তাফিজের নেতৃত্বে শরীফুলের মত তরুণ পেসার এবং তাইজুল-মোসাদ্দেকদের মত স্পিনার দাঁড়াতে দিচ্ছে না প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। অপরদিকে লিটন দাশ যেন রানের বন্যা বইয়ে দিচ্ছে ব্যাট হাতে। তাকে অনুসরণ করে সৌম্য সরকার, মিঠুন, মোসাদ্দেকরা উড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষ বোলারদের। শেষ ম্যাচে রাজশাহী কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল চট্টগ্রামের সামনে। প্রথম পর্বের বাকি তিন ম্যাচে একেবারে হেসে খেলে জয় পেয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের ব্যাটসম্যান লিটন দাশ চার ম্যাচে ২০০ রান করে সবার উপরে। তার ধারে কাছেও কেউ নেই। অপরদিকে বল হাতে দারুণ সফল চট্টগ্রামের পেসার মোস্তাফিজ। চার ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনি সবার উপরে। তার অপর সতীর্থ শরীফুল ইসলাম নিয়েছেন ৭ উইকেট। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বের প্রথম দিনে মাঠে নামছেনা চট্টগ্রাম। প্রথম পর্বের চার ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা চট্টগ্রামের প্লেঅফ পর্ব প্রায় নিশ্চিত। এখন দেখার বিষয় এই ধারা দ্বিতীয় পর্বে বজায় রাখতে পারে কিনা চট্টগ্রাম।