বঙ্গবন্ধু টার্গেটবল চ্যাম্পিয়নশিপ শুরু ১ ডিসেম্বর

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৮:৫৮ পূর্বাহ্ণ

দেশের ক্রীড়াঙ্গণে আরো একটি নতুন ইভেন্ট সংযোজিত হচ্ছে। এই ইভেন্টটির নাম হচ্ছে টার্গেট বল। প্রথমবারের মত বঙ্গবন্ধু জাতীয় টার্গেটবল চ্যাম্পিয়নশিপ আগামী ১ ও ২ ডিসেম্বর ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং গ্রাঋন্ডে অনুষ্ঠিত হবে। হ্যান্ডবল ও বাস্কেটবল খেলার আদলে দুই প্রান্তে নির্ধারিত রিং এর মধ্যে বল পাঠিয়ে পয়েন্ট লাভ করতে হয় এই খেলায়। প্রতি দলে ৬জন করে খেলোয়াড় থাকবে। ৫০ মিনিটের এ খেলায় মাঝে ১০ মিনিট থাকবে বিরতি। এ উপলক্ষে বাংলাদেশ
টার্গেটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গতকাল চট্টগ্রাম সফর করে চট্টগ্রাম জেলা দলকে অংশগ্রহণের আমন্ত্রন জানায়। এতে চট্টগ্রাম জেলা দল অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন জেলা ক্রীড়া সংস’ার কর্মকর্তারা। প্রতিযোগিতায় চট্টগ্রামসহ ১০টি জেলা ও সার্ভিসেস দল অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক জাতীয় সাইক্লিষ্ট আবু হেনা মোস্তফা কামাল টুলুকে বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি হিসেবে মনোনীত করে গতকাল দুপুরে তাকে সংবর্ধনা জানানো হয়। এ সময় অপর সহ সভাপতি বি এম শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক দীন ইসলাম ও যুগ্ম সম্পাদক ফরিদ খান উপসি’ত ছিলেন। উল্লেখ্য যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক আখতারুজ্জামান খান কবির সংগঠনের সভাপতি হিসেবে আছেন। বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভবিষ্যতে জেলা পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের প্রশিক্ষনের পরিকল্পনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২০২১ সালে ব্যাংকে সবচেয়ে বেশি ছুটি মে মাসে
পরবর্তী নিবন্ধটিসিজেএ’র আন্তঃ ক্রীড়ার পুরস্কার বিতরণ