বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামবাসীকে ইতিহাসের অংশ করে তুলেছে

আনোয়ারায় হানিফ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ৮:৩১ অপরাহ্ণ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু টানেল’ চট্টগ্রামবাসীকে ইতিহাসের অংশ করে তুলেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শনিবার চট্টগ্রাম আসছেন। আনোয়ারায় জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন। টানেল উদ্বোধন এবং জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে অনেক দিন থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর যে ভালোবাসা চট্টগ্রামবাসী আগামী নির্বাচনে তার প্রতিদান দেবে বলেও তিনি মন্তব্য করেন।

গতকাল শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল চট্টগ্রামের আনোয়ারাস্থ কোরিয়ান ইপিজেড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সার্বিক প্রস্তুতির চিত্র তুলে ধরাসহ বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা জানিয়েছেন।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আগামীকালের সমাবেশ নিয়ে কোনো শঙ্কা আমি দেখছি না।

এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নোমান আল মাহমুদ এমপি, নগর আওয়ামী লীগের আবদুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি শাহাজাদা মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় দুই দলের সমাবেশ আজ
পরবর্তী নিবন্ধস্বপ্ন ছোঁয়ার আনন্দে নির্ঘুম রাত