বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন

আজাদী ডেস্ক | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:১০ অপরাহ্ণ

বর্ণিল আয়োজনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সু্‌্‌বর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
পতেঙ্গা থানা ছাত্রলীগ : পতেঙ্গা থানা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি হাসান হাবীব সেতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফের সঞ্চালনায় দলীয় কার্যালয় আজিজ উদ্যানে কেক কাটা, শিক্ষা সামগ্রী, গাছের চারা বিতরণের মাধ্যমে জন্মশতবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি পলাশ চন্দ্র আইচ, জিয়াউদ্দিন বাবলু, এস কে আরমান, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উল হাসান সাব্বির, সাংগঠনিক সম্পাদক অম্লান সরকার অথৈ, রাকিবুল ইসলাম সবুজ, সৈকত মজুমদার প্রভু, সম্পাদকমণ্ডলীর সদস্য আরমান হোসেন নয়ন, সানজিদা আক্তার রিয়া, সোহেল।
কমার্স কলেজ ছাত্রলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ কলেজ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু করে। শোভাযাত্রাটি আগ্রাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়। পরবর্তীতে কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন নয়ন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, শাহেদ আলমগীর জোসি, নাহিদ পাটোয়ারী মুন্না, শুভ চক্রবর্তী, আলমগীর আলো, বিল্টু সেন, নওশাদ বিন ইব্রাহীম, শোয়েব হাসান শুভ, আরিফুর রহমান, মিরাদুল আলম, ওসমান গনি, আইনুল ইসলাম সোহাগ, সৈকত চৌধুরী, রিংকু চার্লস ফিনি, আশরাফুল সায়েম, আসিফ মাহমুদ, মাহমুদুল ইসলাম সাব্বির, আবু বকর নয়ন, শিহাব বিন করিম, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, রাশেদ রানা রাফি, আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, রাজ কুমার দে, সদস্য তামীম এহসান, নাজমুল আলম আশিক, ফাহিম আসহাব, আল মাহতাব সানভী, ওমর ফারুক এবং অভি মিত্র প্রমুখ।
৪১ নং ওয়ার্ড আ. লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের পর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান ওয়ার্ড আ.লীগের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, বীর মুক্তযোদ্ধা নুরুল আলম টেন্ডল, এস এম ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুল গফুর, আবুল হোসেন, মো. জাবেদ হোসেন, আব্দুল হালিম, জয়নাল আবেদীন, শাকিল হারুন, সেলিম ভান্ডারী, খাইরুল ইসলাম, সৈয়দ হোসেন, লোকমান, জামাল উদ্দিন রাজু, ফোরকান, আবছার, নাসির উদ্দিন, হাসান হাবিব সেতু, মিজানু রহমান রবিন, সাজ্জাদ, কপিল, জাবেদ, অপু, ইফতি, রাসেল।
৪নং চান্দগাঁও ওয়ার্ড : নগরীর ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বুধবার দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তাররা শত শত মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
পাঁচলাইশ থানা ছাত্রলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবসে মিলাদ ও দোয়া মাহফিল করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ। পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আবুল কালাম সাগরের সভাপতিত্বে এবং রেদওয়ান হক রাতুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি। দোয়া মাহফিল শেষে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন আহনাফ মানিক, মো. সজীব, আল নাহিয়ান আলম, মো. হৃদয়, মো. মামুন, মো. মহসিন, জনি, সাকিব, রাকিব, আল আমিন, মেহেদী হাসান, অনিক, রিদোয়ান প্রমুখ।
ধর্মপুর ইউনিয়ন আ. লীগ : সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, কেক কাটা ও আলোচনা সভা। ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর কামাল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কাঞ্চন আচার্য্য, মোহাম্মদ আরমান, মফিজ উদ্দিন, সালাউদ্দিন লিটন, সেলিম উদ্দিন, উত্তম দাশ, রহিম, রিপন বিশ্বাস, সঞ্জয় দাশ, সুজন আচার্য্য প্রমুখ।
আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ : ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড শাখা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেলর সভাপতিত্বে ও ইসলাম হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম ইলিয়াছ সরকার। উপস্থিত ছিলেন আরিফ আহমদ সুজন, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, কামাল হোসেন, কাজী আল মামুন, আব্দুল কাদের, নয়ন, নূর নবী খন্দকার আকাশ প্রমুখ।
বহদ্দারহাট দারুল হুফ্‌ফাজ মাদরাসা : নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার দারুল হুফ্‌ফাজ মাদরাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও মাহে রমজান উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ইউথ গ্রুপের পরিচালক ফয়সাল রিমনের পক্ষে উপহার সামগ্রী হস্তান্তর করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য এসএমজেড খসরু। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপল মৌলানা আমিনুল ইসলাম, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসা : বায়েজিদ আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত ১৭ মার্চ বুধবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানী। আলোচনায় অংশ নেন মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা ইউসুফ আল কাদেরী, সৈয়দ এম. এ বারী, মাওলানা সৈয়দ নূর মুহাম্মদ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ ইমরান, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আহমদুর রহমান, মাওলানা আকতার হোসেন, মাওলানা তসলিম উদ্দিন, রোকেয়া বেগম, শেখ কামরুন নাহার, শামিমা আক্তার, ফারজানা আফরোজ প্রমুখ। পরে মুনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানী।
জাতীয় শ্রমিক লীগ : জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মাহফুজুর রহমান খান, সাংবাদিক ও কবি নাজিম উদ্দিন শ্যামল, জাতীয় শ্রমিক লী নেতা আলী আকবর, আবুল বশর মাস্টার, মো. মুজিবুর রহমান ভূইয়া, মো. আলাউদ্দিন, শ্যাম দুলাল, এস.এম সাহাব উদ্দিন, প্রদীপ বড়ুয়া, কাঞ্চন দাশ, মো. দিদার, মো. সালাহ উদ্দিন, মোরশেদ আলম, আবু সৈয়দ, মঞ্জুর আলম, সরোয়ার আলম, জিয়াউল হক সুমন, মো. রাশেদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মো. জাবেদ, নিয়াজ মোহাম্মদ, স্বপন কুমার সিংহ, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
শোভনদণ্ডী আওয়ামী লীগ : শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা আবুল হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন হুইপের একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক মহব্বত, রঞ্জন চৌধুরী, কাজী আলাউদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, জসিম উদ্দিন, মো. ফিরোজ, ফখরুল ইসলাম বাবু, কল্যাণ মিত্র, নবীর হোসেন টিপু, আবুল কালাম, জুম্মান মালেক, নাসির উদ্দিন মান্নান, নাজিম উদ্দিন, রফিক উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি খোরশেদ আলম, আবু বক্কর মাসুম, মোঃ সুমন, এমদাদ হোসেন মিন্টু, তারেকুল ইসলাম ইমন, আফসার নাজিম, শাম্মী সাজনীন প্রমুখ।
আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল, এম এ রহিম ও সাবরিনা চৌধুরীর উদ্যোগে তনজিমুল মোছলেমীন এতিমখানায় মিলাদ মাহফিল, মোনাজাত ও কেক কাটা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফজলুল কাদের। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনারী দিবসের অন্তরালে
পরবর্তী নিবন্ধদুই সাবেক কাউন্সিলরের বাসায় তল্লাশিতে ২৪ নং ওয়ার্ড আ.লীগের নিন্দা