বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না

প্রিমিয়ার ভার্সিটির ওয়েবিনারে অনুপম সেন

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে গত ১৯ মার্চ ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল হোসাইন। বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি বলেন, শত শত বছর বাঙালিরা পরাধীন ছিল। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলেও এদেশের জনগণ স্বাধীনতা পায়নি। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত তারা অজস্র সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাদের অর্থনৈতিক মুক্তি ছিল না। বাজেটের সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। বঙ্গবন্ধু ১৯৬৬ সালে ছয় দফা ঘোষণা করেন। এই ছয় দফা ছিল এদেশের জনগণের অর্থনৈতিক মুক্তির দলিল।
ড. অনুপম সেন উল্লেখ করেন, বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা না করলে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নই আসতো না। আজকের বাংলাদেশের যে-উন্নয়ন তা কোনোদিন সম্ভব হতো না। ওয়েবিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমদুনাঘাটে দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফিরছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’