বঙ্গবন্ধু ছিলেন জনগণের নেতা দুঃখী মানুষের পরম বন্ধু

বোয়ালখালীতে পূর্বাশার আলোর সভায় মেয়র জহুর

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আদর্শ শিশুকিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় উপজেলার চরখিজিরপুর লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম জহুর।

বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক সিরাজুল ইসলাম কাঞ্চন, জাফর আহমদ, ওমরগণি এমইএস কলেজের অধ্যাপক আবু নাঈম মোঃ ইব্রাহীম চৌধুরী, শিক্ষাবিদ আবু সৈয়দ মাস্টার, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু সাদেক, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার, দক্ষিণজেলার সভাপতি মুহাম্মদ সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন শিবলু, আবু তৈয়ব, এমরান, সৈয়দ আরমান, আকরাম, ফাহিম, ইমরান, সিফাত, দিদার, ইলিয়াছ, সরফত, আরফিন,রাফি, আসিফ, দিদার,আরিফ, সাইফুল, ইরফান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌরমেয়র জহুর বলেন, বঙ্গবন্ধু ছিলেন জনগণের নেতা, দুঃখী মানুষের পরম বন্ধু। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতামনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনূরুল আমিন সাওদাগর
পরবর্তী নিবন্ধডেঙ্গু সচেতনতায় পাঠানটুলিতে যুব ব্রিগেডের প্রচারণা